বৈষম্য সবখানে থাকে, এখনও আছে এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান । রবিবার (২৩ জুন) রাজধানীর গুলশানে একটি হোটেলে সেন্টার ফর পলিসি আয়োজিত ‘সিপিডি বাজেট ডায়ালগ-২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
এ সময় সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, অর্থনীতিবিদ রেহমান সোবহান, এমপি রুমিন ফারহানা, সিপিডির বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খানসহ অনেকে সিপিডির এ বাজেট সংলাপে উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রীর এমন মন্তব্য করার আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা বাজেট সরকারের চরিত্রকে খুব স্পষ্ট করে দেয়। বাংলাদেশ এমন একটা দেশ, অতি ধনী বৃদ্ধির হারে বাংলাদেশ সর্বোচ্চ। অতি ধনী মানে ২৫০ কোটি টাকার ওপরে যাদের সম্পদ। গরিব বৃদ্ধির হারে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ।’
বর্তমান সরকারের আমলে দারিদ্র্য কমার হার কমেছে উল্লেখ করে তিনি বলেন, ‘দরিদ্র ও ধনীদের মধ্যে এই যে বৈষম্য বাড়ছে, এটা কমানোর ব্যাপারে এই বাজেটে কিছুই বলা নেই।’
বৈষম্যের বিষয়ে কথা বলতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরও বলেন, ‘আপনারা প্রাথমিক বইয়েই পড়ান, প্রথম দিকে উন্নয়নের জোয়ারে বৈষম্য বাড়বে। পরে এটা কমবে। বৈষম্য কমার জন্য আমরা বিশাল বিশাল সামাজিক নিরাপত্তা প্রোগ্রাম করেছি। অবকাঠামো যেগুলো বানাচ্ছি গ্রামাঞ্চলে স্কুল, ব্রিজ, কালভার্টস, বিদ্যুৎ কেন্দ্র এগুলোর মধ্য দিয়ে আমরা বৈষম্য দূর করব।’
প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব নয় উল্লেখ করে সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বলেছেন, ‘নতুন এই বাজেট ব্যবসায়ী বান্ধব, ব্যবসা বান্ধব নয়।’
এর জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এ বাজেট ব্যবসায়ী বান্ধব, ব্যবসা বান্ধব নয়- এটা আল্টিমেটলি তো একই কথা। ব্যবসায়ী বান্ধব যদি হয়, ব্যবসা বান্ধবও হয়ে যাবে। ব্যবসার ঘাড়ে কে বসে আছে? ব্যবসা হর্স (ঘোড়া), আর ব্যবসায়ী রাইডার (চালক)।’
বর্তমান সরকারের প্রধান উদ্দেশ্য দারিদ্র্য দূর করা উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘যাই বলুন না কেন, সবকিছুর মূলে দারিদ্র্যতা। সেগুলোকে অ্যাড্রেস করার জন্য অবকাঠামো উন্নয়ন, বিদ্যুতায়ন, স্বাক্ষরতা এবং সামান্য হলেও স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেয়া।’
সানবিডি/ এমএফইউ