এক বছরের ব্যবধানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে ৬৮ শতাংশ। গত বছর অর্থাৎ ২০১৮ সালে বাংলাদেশে এফডিআই এসেছে রেকর্ড ৩৬০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩০ হাজার ৬০০ কোটি টাকা। ‘বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন ২০১৯’-এ এমন তথ্য উঠে এসেছে।
আজ সোমবার(২৪ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর আগের বছর ২০১৭ সালে এফডিআই এসেছিল ২১৫ কোটি ডলার। তার আগের বছর ছিল ২৩৩ কোটি ডলার।
বিদেশি বিনিয়োগে আগের বছরগুলোর তুলনায় বেশি কেন-এ বিষয়ে বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জাপানি তামাক কম্পানি জাপান টোব্যাকো (জেটি) বাংলাদেশের আকিজ গ্রুপের মালিকানায় থাকা ইউনাইটেড ঢাকা টোব্যাকো কম্পানি লিমিটেড কিনে নেওয়ায় এ বছর বেশি বিনিয়োগ এসেছে। জেটি ইউনাইটেড টোব্যাকো কিনতে খরচ করেছে ১৫০ কোটি ডলার। এ ছাড়া গত বছর বিদ্যুতেও বড় আকারের বিনিয়োগ পাওয়া গেছে। বস্ত্র ও পোশাক খাতে বিনিয়োগ এসেছে ১৩০ কোটি ডলার।
জানতে চাইলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বাংলাদেশে ১০ বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা ধারাবাহিকতা বিরাজ করছে। রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। বিনিয়োগের জন্য এখন উপযুক্ত জায়গা বাংলাদেশ। বহির্বিশ্বে বাংলাদেশকে এখন বিনিয়োগের অন্যতম এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এসব কারণে বাংলাদেশে বিনিয়োগ বেড়েছে। বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার পথে এই স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। পাশের দেশ ভারতে গত বছর এফডিআই এসেছে চার হাজার ২২৮ কোটি ডলার। চীনে এসেছে ১৩ হাজার ৯০৪ কোটি ডলার। ভিয়েতনামে এসেছে এক হাজার ৫৫০ কোটি ডলার