সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ৩৭০ টাকায়। আর লেনদেন হয় মোট ১৫ কোটি ৯০ লাখ টাকা। মোট হাতবদল হয়েছে ৪ লাখ ৩০ হাজার ৭৬১ টি শেয়ার।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড । আজ লেনদেন হয় ৩ লাখ ৫৩ হাজার ৫৩৩ টি শেয়ার। আর লেনদেন ছাড়ায় ১৫ কোটি ৮৬ লাখ টাকা।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ লেনদেন ছাড়ায় ১১ কোটি ৩৭ লাখ টাকা। মোট লেনদেন হয় ২২ লাখ ১৩ হাজার ৭২৮ টি শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে: ন্যাশনাল পলিমার লিমিটেড, আরএন স্পিনিং লিমিটেড, ব্রাক ব্যাংক লিমিটেড, জেনারেশন নেক্সট ফ্যাশন, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস, ফরচুন সুজ, বিবিএস কেবলস,নূরানী ডাইং, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাইন্ট টেক্সটাইল, ড্রাগন সোয়েটার,বিএটিবিসি, ডরিন পাওয়ার পাওয়ার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ম্যারিকো।
সান বিডি/এসকেএস