জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট কলামিস্ট এবং প্রাবন্ধিক ড. মিল্টন বিশ্বাসকে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সেগুলো আমি সুষ্ঠভাবে সম্পন্ন করতে চাই। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উন্নতি, অগ্রগতি ও সাফল্যে আমি অগ্রণী ভূমিকা পালন করব।
উল্লেখ্য, মিল্টন বিশ্বাস ভাষা ও সাহিত্য বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (১৯৯১) দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান এবং এম এ পরীক্ষায় (১৯৯২) প্রথম শ্রেণি অর্জন করেন। ‘জীবনানন্দ দাশ ও বুদ্ধদেব বসুর কাব্যচিন্তা’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য ১৯৯৯ সালে এমফিল এবং ‘তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ’ রচনার জন্য ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ হলো : শওকত আলী ও সেলিনা হোসেনের উপন্যাস : প্রসঙ্গ রাজনীতি (১৯৯৬), তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্পে নিম্নবর্গের মানুষ (২০০৯), রবীন্দ্রনাথ : নবজাতক(২০১১), রবীন্দ্রনাথের কবিতা: শেষ দশকের পটভূমি (২০১১), রবীন্দ্রনাথ ও ব্রিটিশরাজ (২০১১), শেখ হাসিনা : নেতা ও রাষ্ট্রচিন্তক (২০১৫)।