ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকার

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০৬-২৬ ১৬:১৩:১৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১১টি কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৮ লাখ ৩৫ হাজার ২৪৫টি শেয়ার ১৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ৯৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আইএফআইসি ব্যাংকের।

এছাড়া বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানির ৯ লাখ ৫৩ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৪৫ লাখ ৪৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৫ লাখ ১০ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১০ লাখ ৩৫ হাজার টাকার, রানার অটোমোবাইলসের ৮ লাখ ৪০ হাজার টাকার, সিঙ্গার বিডির ২১ লাখ ৮৫ হাজার টাকার, সিনোবাংলার ১৪ লাখ ৩৮ হাজার টাকার এবং ইউনাইটেড পাওয়ারের ৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস