আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund- IMF) এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভাগীয় প্রধান দাইসাকু কিহারা’র নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল ২৬ জুন ২০১৯ তারিখে পুবালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরী ও উর্ধ্বতন নির্বাহীবৃন্দের সাথে একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
১৯৫৯ সালে সম্পূর্ণ বাঙ্গালী উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত পূবালী ব্যাংক লিমিটেড বর্তমানে ৪৭৩ টি শাখা আর প্রায় আট হাজার সুদক্ষ কর্মীবাহিনী নিয়ে পরিচালিত প্রাইভেট খাতের বড় ব্যাংক হিসেবে একটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। ১৯৮৩ সালে ব্যাংকটি বিরাষ্ট্রীয়করণের পর ব্যাংকের সাফল্যের তথ্য উপাত্ত আইএমএফ প্রতিনিধিদলের সাথে আলোচনায় উঠে আসে। ব্যাংকের ষাটবছর পূর্তি উপলক্ষে চলমান পথে অর্জন, প্রাপ্তি, অপ্রাপ্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে সভায় মতবিনিময় হয়। বাংলাদেশের বর্তমান সময়ে ক্রমবর্ধমান খেলাপি ঋণের তুলনায় পূবালী ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ ন্যূনতম পর্যায়ে থাকায় তা গুরুত্বের সাথে আলোচিত হয়।
আই এম এফ বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কা অঞ্চলের নির্বাহী পরিচালক ড. সুবীর ভিটাল গোকরান, আইএমএফের আবাসিক প্রতিনিধি রাগনার গুডমন্ডসন এর উপস্থিতিতে পূবালী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আখ্তার হামিদ খান, মহাব্যবস্থাপক ও আন্তর্জাতিক ও ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, উপ-মহাব্যবস্থাপক ও চীফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া ব্যাংকের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন।