প্রথম প্রান্তিক প্রকাশ করেছে পপুলার লাইফ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৭ ১০:৪৫:৫৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ৪৫ কোটি ৭১ লাখ টাকা। আর লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার ৭৪১ কোটি ৪৩ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ১৩৩ কোটি ১২ লাখ টাকা ও লাইফ ফান্ডের পরিমাণ ছিল ২ হাজার ১৫৩ কোটি ৫৪ লাখ টাকা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













