রাজধানীর পূর্বাচল এলাকায় ‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স’ নির্মাণে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম এবং মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নারী ক্রিকেটার ও ফুটবলারদের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকার জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে ক্রীড়া স্থাপনা নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।