বিদায়ী সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। ডিএসই টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৪৮০ কোটি টাকা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১১৮ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার ৩৫৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৭৯ কোটি ৩৯ লাখ ৫৪ হাজার ৯২৮ টাকা বা ১৮.৪৫ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৯৮ কোটি ১৩ লাখ ২৩ হাজার ২৮৪ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৬৭১ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৬৫৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৯৫ কোটি ৮৭ লাখ ৯০ হাজার ৯৮৬ টাকা কম হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বা ১.০২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বা ১.৬১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৪৫ ও ১৯২৪ পয়েন্টে।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে ৩৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৩৭১ কোটি ৯৩ লাখ ৯১ হাজার ৭৫৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৮৩ কোটি ০৪ লাখ ৮৩ হাজার ৯০৯ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ১৮৮ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৮৪৬ টাকা বা ১০৩ শতাশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৭৫ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ, সিএসই-৩০ সূচক ১৬১ পয়েন্ট বা ১.২২ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৬ বা ১.৩৩ শতাংশ এবং সিএসআই ১২ বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৮৬, ১৪ হাজার ৫২৮, ১ হাজার ২১৬ ও ১ হাজার ৮৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
সান বিডি/এসকেএস