চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশের আমদানি বেড়েছে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৬-২৯ ১৬:৫৮:২৬
নদীতে ইলিশের নাগাল না পেলেও দক্ষিণের সাগর মোহনায় জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। এতে করে চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশের আমদানি বেড়েছে। যে কারণে শহরের বড়স্টেশন মাছঘাট এখন বেশ সরগরম। দরদাম ভালো হওয়ায় ট্রলার নিয়ে সরাসরি চাঁদপুরের পাইকারি এই বাজারে ছুটছেন জেলেরা। গভীর সাগরে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এমন পরিস্থিতিতে সাগর মোহনায় এসব জেলে ইলিশ শিকার করছেন।
তবে তাদের জন্য এমন নিষেধাজ্ঞা থাকলেও ভারতীয় জেলেরা অবাধে মাছ শিকার করছে- বলে অভিযোগ করেন এসব জেলে।
দেশের অন্যতম মৎস্য বিজ্ঞানি ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেন, আগামী মাসের শেষের দিকে চাঁদপুরের নদ-নদীর পানির উচ্চতা বেড়ে গেলে এবং ইলশেগুঁড়ি বৃষ্টিপাত শুরু হলে এখানে প্রচুর ইলিশ ধরা পড়বে। তাই এই নিয়ে চাঁদপুরের জেলে এবং ব্যবসায়ীদের হতাশ হওয়ার কিছু নেই।
এদিকে, সাগর মোহনার ইলিশের আমদানিতে ব্যস্ত এখন চাঁদপুরের ব্যবসায়ীরা। প্রতিদিন চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছঘাটে সাগর মোহনা থেকে ১০-১৫টি ট্রলারে ইলিশের চালান আসে। এতে গড় ইলিশের আমদানি হচ্ছে, ১৪ শ থেকে ১৫ শ মণ। তাই দরদাম নিয়ে কথা বলেন চাঁদপুর মৎস্য বণিক সমিতি লিমিটেডের পরিচালক আব্দুল খালেক বেপারী।
তিনি জানান, মাঝারি আকারের অর্থাৎ ৭ শ গ্রাম থেকে সাড়ে ৯ শ গ্রাম আকারের ইলিশ প্রতিমণ পাইকারি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩২ হাজার টাকায়। অন্যদিকে, ১ কেজির ওপরের প্রতিমণ বিক্রি হচ্ছে ৪৫-৪৮ হাজার টাকা দরে। অন্যদিকে, এই সংগঠনের সাধারণ সম্পাদক মো. শবেবরাত বলেন, এভাবে মাছের আমদানি থাকলে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন ব্যবসায়ীরা।