সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির উঠে এসেছে এইচ আর টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দিন শেয়ারটির দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৩৩৬ বারে ১২ লাখ ৩৮ হাজার ২৬৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৮ লাখ ১১ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৫৮ বারে ৮ লাখ ৪৬ হাজার ৪০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১২ লাখ ২৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর বেড়েছে ৬ দশমিক ৬৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৮ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৬ বারে ৩ লাখ ৮৪ হাজার ৯১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ ৪১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, প্রাইম টেক্সটাইল, প্রিমিয়ার সিমেন্ট, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, আমরাটেক ও সায়হা টেক্সটাইল।
সান বিডি/এসকেএস