সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফিন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৭৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৫ বারে ১ লাখ ১২ হাজার ৭৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ৭৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৮৬ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৭০ বারে ৭ লাখ ২৯ হাজার ১৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ ৬৬ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ২১ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৪ বারে ৬১ হাজার ৯৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ ১৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হলো- ইন্টান্যাশনাল লিজিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স।
সান বিডি/এসকেএস