বেশি দামে পণ্য বিক্রি, মোড়কে খুচরা মূল্য ও উৎপাদনের তারিখ না থাকায় অভিজাত চেইন সুপার শপ আগোরা, মিনা বাজার ও স্বপ্নকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিন এবং আফরোজা রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।
অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আজ রমনা এলাকায় সুপার শপগুলোতে বাজার তদারকি পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে খুচরা মূল্য ও উৎপাদনের তারিখ না থাকায় আগোরা, মিনা বাজার ও স্বপ্ন সুপার শপকে ৪০ হাজার টাকা করে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১১ এর সদস্যরা।