জগন্নাথ বিশ্বদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবার ‘ই’ ইউনিটের ১০০টি আসনের (ড্রামা অ্যান্ড মিউজিক-৬০ ও ফাইন আর্টস- ৪০) বিপরীতে ২ হাজার ১২৪ জন আবেদন করেন। প্রতি আসনের বিপরীতে ২১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ‘ই’ ইউনিটের পারফরম্যান্স টেস্ট সংক্রান্ত কার্যক্রম পরবর্তীতে জানানো হবে।
‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং এবং ওয়েব সাইট (www.jnu.ac.bd বা www.result.jnu.ac.bd )-এ পাওয়া যাচ্ছে।
সানবিডি/ঢাকা/রাআ