২৯ আগস্ট রিজেন্ট টেক্সটাইলের ইজিএম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০২ ১৩:৫৯:৫৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে আগামী ২৯ আগস্ট।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা ব্যবহারের সময় বাড়ানো ও প্রক্রিয়াটি সংশোধনের জন্য ইজিএম আহ্বান করেছে। আগামী ২৮ জুলাই ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ আগস্ট সকাল ১১টা ১৫ মিনিটে চট্টগ্রামের রিমা কনভেনশন সেন্টারে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার প্রতি আয় হয়েছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫২ পয়সা।
এদিকে শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর,১৮) কোম্পানির আয় হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে শেয়ার প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা ৮০ পয়সা।
সান বিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













