টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির ওষুধের এজেন্ট ও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘শামসুল হক এন্টারপ্রাইজে’র গুদামে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন,‘লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টারপ্রাইজের গুদামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।’
তিনি আরও জানান, গুদামের কোনও অনুমতিপত্র ও ওষুধ সংরক্ষণের উপযোগী কোনও ব্যবস্থা না থাকায় ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে