চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ কিছুটা সমঝোতায় আসার পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যযুদ্ধ জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইইউর উড়োজাহাজে ভর্তুকি দেওয়ার জেরে এ অঞ্চলের চার বিলিয়ন ডলারে পণ্যে নতুন শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিস (ইউএসটিআর) গত সোমবার শুল্ক আরোপের এ প্রস্তাব করে। মাংস, পনির, পাস্তা, ফল, কফি এবং হুইস্কিসহ ৮৯টি পণ্য এর অন্তর্ভুক্ত।
প্রস্তাবিত এ শুল্ক আরোপ হবে কি না এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববাণিজ্য সংস্থায়ও পাঠানো হয়েছে সালিস নিষ্পত্তির জন্য। এর আগে ইইউর স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। জবাবে ইইউ যুক্তরাষ্ট্রের তিন বিলিয়ন ডলারের বেশি পণ্যে শুল্ক বসায়। গত শনিবার জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনের শেষ দিনে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য আলোচনা নতুন করে শুরু করার ব্যাপারে একমত হয়। ওই সময় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেন, চীনের পণ্যে নতুন করে আর শুল্ক বসাবেন না। আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবেন। এর আগে চীনের ২০০ বিলিয়ন ডলার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের ৬০ বিলিয়ন ডলার পণ্যে শুল্ক বসায়।
ফলে চীনের সঙ্গে কিছুটা সমঝোতার পথে এসে এবার ইইউর বিরুদ্ধে নড়েচড়ে বসলেন ট্রাম্প। বিশ্বের দুই বৃহৎ বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং এয়ারবাস নিয়ে যুক্তরাষ্ট্র ও ইইউর দ্বন্দ্ব দীর্ঘ অনেক দিন যাবৎ। সিএনএন মানি।