পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০১৮ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিতরণ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি আগামী ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত লভ্যাংশ বিতরণ করবে। এশিয়া ইন্স্যুরেন্সর হেড অফিসের শেয়ার বিভাগ থেকে লভ্যাংশ সংগ্রহ করা যাবে। রূপায়ন ট্রেড সেন্টারে (১৪তম ফ্লোর), ১১৪-১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলা মটরে কোম্পানির হেড অফিস অবস্থিত। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লভ্যাংশ সংগ্রহ করা যাবে। আর যারা লভ্যাংশ সংগ্রহ করতে পারবে না,তাদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে। সমাপ্ত হিসাব বছরে এশিয়া ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সান বিডি/এসকেএস