ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৩ ১৫:৫৭:৫৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি প্রতিষ্ঠানের ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৯২ লাখ ১৪ হাজার ৩০টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪২ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২০ কোটি ৭৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২১ লাখ ৬০ হাজার টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৬০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রাইম ফাইন্যান্সের।

এছাড়া বেক্সিমকো ফার্মার ৭৪ লাখ ২৫ হাজার টাকার, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ লাখ ১৫ হাজার টাকার, ডরিন পাওয়ারের ২১ লাখ ৬৬ হাজার টাকার, ফাস ফাইন্যান্সের ৫ লাখ ৭০ হাজার টাকার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৯০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫৯ লাখ ৯৩ হাজার টাকার, নূরানী ডাইংয়ের ১৪ লাখ ৭৯ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯ লাখ ৪৫ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৩৫ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ১০ হাজার টাকার, শাশা ডেনিমসের ৯ লাখ ৩৬ হাজার টাকার, সুহৃদের ১২ লাখ ৩৪ হাজার টাকার, সিমটেক্সের ৯০ লাখ ৯ হাজার টাকার, সিঙ্গারের ৩ কোটি ৭২ লাখ ২২ হাজার টাকার এবং সিনোবাংলার ১৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস