দিনের সবচেয়ে কষ্টের কাজগুলোর মধ্যে সম্ভবত একটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে জাগা। অনেক সময় অ্যালার্ম শুনলেও জাগতে পারেন না অনেকে, আর হাতছাড়া হয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আরামে ঘুমানোর সময় যদি হঠাৎ কেউ এসে চড় মারতে থাকে তবে কেমন লাগবে? মেজাজ যতটাই চড়া হোক না কেন ঘুম যে ভাঙবে তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়।
এভাবে ‘চড়িয়ে ঘুম ভাঙানোর’ জন্য এক অ্যালার্ম ঘড়ি বানিয়ে বসেছেন রোবটিক্স নিয়ে উৎসাহী নির্মাতা সিমন গিয়ার্টজ। ঘড়িটির সঙ্গে রাখা হয়েছে একটি রাবারের হাত। যা অ্যালার্ম বাজার সঙ্গে ঘুরে ঘুরে চড় মারবে ঘুমন্ত মালিকের গালে!
এক ভিডিওতে নিজের তৈরি ঘড়িটির কার্যক্ষমতা দেখিয়েছেন গিয়ার্টজ। অ্যালার্ম ঘড়িটি মাথার উপর রাখা হয়, আর ঠিক অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে রাবারের হাত অনবরত চড় মারতে থাকে নিচে শুয়ে থাকা ব্যক্তির গালে।
হ্যালোইন উৎসবের জন্য তিনি হাতটি বানিয়েছিলেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট। তখন হাতটিতে নকল রক্ত লাগিয়ে তাতে ভয়ংকর রূপ আনা হয়েছিল।
পরে হাতটি একটি অ্যালার্ম ঘড়ির সঙ্গে যুক্ত করা হয়। আর এতে ব্যবহার করা একটি আর্ডুইনো কন্ট্রোলার আর একটি রিলে। যখন অ্যালার্ম বাজা শুরু করে তখন হাতটির মোটর চালু হয়ে যায় আর এটি চারিদিকে ঘুরতে আর ঘুমন্ত মালিকের গালে জুটতে থাকে একের পর এক চপেটাঘাত।
অ্যালার্ম শোনার পর তা এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় থাকবে না। চড় থেকে বাঁচতে হলে ঘুম থেকে জেগে বন্ধ করতেই হবে এটি।
সানবিডি/ঢাকা/রাআ