পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডারবৃনন্দ।
বৃহস্পতিবার, রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকটির ৪২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেন তারা।
গত ৫ বছর থেকেই বোনাস লভ্যাংশ দিয়ে আসছে ব্যাংকটি ২০১৪ সালের ১৫ শতাংশ, ২০১৫ সালে ১২ শতাংশ, ২০১৬ সালে ১২ শতাংশ, ২০১৭ সালে ১২ শতাংশ এবং ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে আইএফআইসি ব্যাংক।
২০১৮ সাল শেষে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছর ছিল ১ টাকা ৫৪ পয়সা। ২০১৮ সাল শেষে ব্যাংকের এনএভি দাড়িয়েছে ১৬ টাকা ৫২ পয়সা। যা গত বছর ছিল ১৫ টাকা ৩৪ পয়সা।
সভায় ব্যাংকের চেয়ারম্যান উপস্থিত না থাকায় সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান আহমেম শাইয়ান ফজলুর রহমান, এছাড়া আরও উপস্থিত ছিলেন, সতন্ত্র পরিচালক আনোয়ারুজ্জামান, পরিচালক জামাল আহমেদ, কামরুন্নাহার আহমেদ ও ব্যাবস্থাপনা পরাচালক মো. শাহ আলম সারওয়ার প্রমুখ ও শেয়ারহোল্ডারবৃন্দ।
সান বিডি/এসকেএস