ইন্টারনেটে বিভিন্ন ব্রাউজারের মধ্যে গুগলের ক্রোম ব্রাউজারটি জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
তবে এটি ব্যবহারের সময় গতি কমে যাওয়া কিংবা অপ্রত্যাশিতভাবে হ্যাং হয়ে যাওয়ার মতো বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় অনেক ব্যবহারকারীকে।
ব্রাউজিং ডেটা মুছে ফেলে ও ক্যাশ ফাইল ডিলিট করে এই ধরনের সমস্যা সমাধান করা যায়। তবে ক্রোম ব্রাউজারের হার্ডওয়্যার অ্যাক্সেলারেসন নামের নতুন একটি ফিচার দিয়ে ব্রাউজারটির গতি অনেকাংশেই বাড়িয়ে নেয়া যায়।
কাজটি কিভাবে করা যাবে তারই বিস্তারিত থাকছে এই টিউটোরিয়ালে।
যেভাবে করবেনব্রাউজারের অ্যাড্রেস বারে chrome://settings/system এটি লিখে ইন্টার বাটনে প্রেস করলে নতুন একটি পেইজ আসবে।
সেখানে বেশ কয়েকটি অপশন প্রদর্শিত হবে। সেখান থেকে Use hardware acceleration when available অপশনটি চালু করে দিতে হবে।
তারপর Relaunch অপশন নির্বাচন করে ব্রাউজারটি পুনরায় চালু করতে হবে।এতে ব্রাউজারটির গতি অনেকাংশেই বেড়ে যাবে।