মাদকাসক্ত ছেলের অব্যাহত অত্যাচার আর সইতে পারছিলেন না বাবা। এ কারণে আর কোনো উপায় খুঁজে না পেয়ে অবশেষে সেই ছেলেকে (২০) পুলিশে সোপর্দ করেছেন তিনি।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এমন ঘটনা ঘটেছে। এদিন মাদকাসক্ত ছেলে মুন্নাকে (২০) ধরে পুলিশে সোপর্দ করেন পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া।
এরপর পুলিশ মাদকাসক্ত যুবক মুন্নাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
মিন্টু মিয়া জানান, তার ছেলে মুন্না দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলে আসক্ত। এ জন্য সে টাকা না পেলে প্রায়ই মা-বাবাসহ পরিবারের লোকজনকে মারধর করত। এছাড়া মাদক সেবনের টাকা জোগাড় করতে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ে সে (মুন্না)। তার অত্যাচার আর সহ্য করা যাচ্ছিল না। এ কারণে শেষ পর্যন্ত পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আখাউড়া থানার পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। মো. রেজোয়ান নামে এক কর্মকর্তা বলেন, মুন্না দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহারসহ নানা অত্যাচার করত। অবশেষে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শনিবার মুন্নাকে ধরে থানায় সোপর্দ করেন বাবা মিন্টু মিয়া।