জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ‘ ডাক্তাররা জানিয়েছেন, কালকে (শনিবার, ৬ জুলাই) যেরকম ছিল, সেরকমই আছে। অবস্থার অবনতি হয়নি। কোনও কোনও ক্ষেত্রে সামান্য উন্নতি হয়েছে।’
জাতীয় পার্টির বনানী কার্যালয়ে রবিবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে জিএম কাদের সাংবাদিকদের এসব কথা জানান।
সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন হুসেইন মুহম্মদ এরশাদকে ৪ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত ২৬ জুন তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।