সাহায্য করো! আমি গর্ভবতী

আপডেট: ২০১৫-১১-১৫ ২২:০৫:৪৮


help help_90941_1প্যারিসের বাতাক্লঁ মিলনায়তনে জঙ্গি হামলার সময় দ্বিতীয় তলার জানালায় ঝুলে থাকতে দেখা যায় এক নারীকে। তিনি সাহায্য চেয়ে বলছেন, “আমি গর্ভবতী। আমাকে বাঁচাও।”

রবিবার যুক্তরাজ্যের ডেইলি মেইলের অনলাইনে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, হামলার পর মিলনায়তনের পেছনের দরজা দিয়ে ভীতসন্ত্রস্ত লোকজন পালাচ্ছে। গর্ভবতী এক নারী জানালা বেয়ে নামার চেষ্টা করছেন। ফুটেজে জানালার গ্রিল শক্ত করে আঁকড়ে ধরতে দেখা যায় তাকে। মিলনায়তনের ভেতরে তখন গুলির আঘাতে রক্তের বন্যা বেয়ে যাচ্ছিল।

ঝুলন্ত অবস্থায় ওই নারীর আর্তকণ্ঠের চিৎকার শোনা যায়, “সাহায্য করো, সাহায্য করো, আমি গর্ভবতী। কেউ আমাকে বাঁচাও।” বেশ কিছুক্ষণ পর একজন লোক ওই নারীকে জানালা দিয়ে টেনে তোলেন। এ সময় অনেককে ভেতর থেকে লাশ বের করতে দেখা যায়।

বাতাক্লঁ মিলনায়তনে শুক্রবার রাতে মার্কিন রক ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট হচ্ছিল। সেখানে চারজন জঙ্গি একে-৪৭ রাইফেল নিয়ে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করে। পুলিশ যখন মিলনায়তনটি ঘিরে ফেলে তখন শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করে হামলাকারীরা।

সানবিডি/ঢাকা/রাআ