সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারটির দর বেড়েছে ১৩ দশমিক ৪৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৫০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৮৭৬ বারে ৫ লাখ ২৮ হাজার ৪৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৯৮৮ বারে ১০ লাখ ২৫ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১৯ বারে ৬ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ঢাকা ইন্সুরেন্স, প্রাইম ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, রূপালী লাইফ ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, নর্দার্ন জেনারেল ইন্সুরেন্স, কর্নফুলি ইন্সুরেন্স।
সান বিডি/এসকেএস