এবি ব্যাংকের এমডি হলেন তারিক আফজাল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৭-০৮ ২০:০৪:০৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন তারিক আফজাল। সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই নিয়োগের পূর্বে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তার আগে তিনি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তারিক আফজাল ১৯৮০ এর দশকের শেষদিকে যুক্তরাজ্যে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরে কানাডার ক্রেডিট ইউনিয়ন, এএনজেড গ্রিনডলেজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মরত ছিলেন।
তিনি ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক আলফালাহ’র সিনিয়র পদে কর্মরত ছিলেন। এছাড়াও বাংলাদেশে ডান এবং ব্র্যাডস্ট্র্রীটের কান্ট্রি হেড হিসেবে নিযুক্ত ছিলেন।
তারিক আফজাল রাষ্ট্রায়ত্ত সোনালী এবং রূপালী ব্যাংকের ব্যাংকিং প্রক্রিয়া ও সিস্টেম সমূহের স্বয়ংক্রিয়করণ এবং রূপান্তরের বাস্তবায়ন সফলভাবে পরিচালনা করেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













