সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানির ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২২ লাখ ৭৫ হাজার ৩২৩টি শেয়ার ১২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০ কোটি ৭৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৬ কোটি ৬০ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকার আইপিডিসির এবং তৃতীয় সর্বোচ্চ ৭৩ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে।
এছাড়া সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪২ লাখ টাকার, আইএফআইসির ৫ লাখ ২৫ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩ লাখ ৯০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ১৩ লাখ ২০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৮ লাখ ৪০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ১১ লাখ ৭০ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস