সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকা জুড়ে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড। তালিকায় থাকা কোম্পানির মধ্যে ১০টিই মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, লিকার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩০০ বারে ১৭ লাখ ৭৩ হাজার ২১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ’রিলায়েন্স ওয়ান’ দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ৯১ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১১ টাকা দরে লেনদেন হয়। ফান্ডটি ৬৫০ বারে ৪৫ লাখ ২৫ হাজার ১৮৩টি ইউনিট লেনদেন করে।
এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডটির দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। এদিন ফান্ডটি সর্বশেষ ১০ টাকা দরে লেনদেন হয়। ফান্ডটি ৫৬৮ বারে ২৭ লাখ ৯৮ হাজার ৪৭৬টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য ফান্ডগুলো হচ্ছে- এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানি গ্রোথ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড।
সান বিডি/এসকেএস