রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি নিয়োগে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০৭-১০ ০৮:৫৬:৫৫


রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগে যোগ্য প্রার্থী খুঁজতে সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

এ কমিটি প্রতিটি ব্যাংকের জন্য তিনজন করে উপযুক্ত প্রার্থী বাছাই করবে। প্রার্থী বাছাইয়ের পর তারা অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে উপস্থাপন করবে। পরে তাদের মধ্য থেকে এমডি নিয়োগ দেবে সরকার।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার সদস্যের কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে থাকবেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের ডিজিটাল ব্যাংকিং বিষয়ে জ্ঞানসম্পন্ন একজন পরিচালক। তাদের মনোনীত করবে সরকার। এ ছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব।

সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের বর্তমান এমডিরা তিন বছর মেয়াদে ২০১৬ সালের আগস্ট মাসে নিয়োগ পেয়েছেন। ফলে সোনালী ব্যাংকের এমডি ওবায়েদ উলল্গাহ আল মাসুদ, অগ্রণী ব্যাংকের এমডি মোহাম্মদ শামস-উল ইসলাম ও রূপালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানের মেয়াদ আগামী মাসে শেষ হবে।