সিরিয়ার আইএস ঘাঁটিতে ফরাসী বিমান হামলা
আপডেট: ২০১৫-১১-১৬ ১০:২১:৪১
সিরিয়ার রাকা শহরে মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে ফরাসী যুদ্ধবিমান। প্যারিসে ভয়াবহ হামলার দুদিন পরেই এই হামলা চালানো হল।
ফরাসী প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ফরাসি বিমান ঘাঁটি থেকে উড়ে গিয়ে দশটি জেট ফাইটার এ অভিযানে অংশ নেয়। লক্ষ্যবস্তুতে ২০টি বোমা ফেলা হয়। আঘাত হানার লক্ষ্যবস্তুর মধ্যে আইএসের একটি কমান্ড পোস্ট, অস্ত্র গুদাম ও প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে।
এর আগে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ প্যারিসে হামলার জন্য আইএসকে দায়ী করে জবাব দেওয়ার অঙ্গীকার জানিয়েছিলেন।
ফ্রান্সের পুলিশ কর্মকর্তারা জানান, প্যারিসে হামলার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে যে ব্যক্তিকে খোঁজা হচ্ছে ঘটনার পরপরই সে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্যারিসে হামলাকারীদের মধ্যে এক ফরাসি পরিবারের তিন ভাই জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৫৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৫০ জন।
ওই হামলার ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার প্যারিসে কারফিউ জারি করা হয়েছে। সেইসঙ্গে দেশটির সব সীমান্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশকে সহায়তা করতে প্যারিসে কমপক্ষে ১৫০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত শহরে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ অফিস বন্ধ রয়েছে। অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আইফেল টাওয়ার।
প্যারিস থেকে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ওয়াহেদ তাহের জানান, প্যারিসের এসব হামলায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক স্টেট।