পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন ও ব্যাখ্যা প্রদানের জন্য আর্নিংস কল ডেকেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জনসম্মুখে পর্যালোচনা করা হবে।
কোম্পানিটি আগামী ১৫ জুলাই সকাল ১০টায় সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করবে আর্থিক প্রতিবেদনের ব্যাখ্যা। আগ্রহী স্টেকহোল্ডাররা নিচের লিংকে ক্লিক করলে আর্থিক প্রতিবেদনের খুঁটিনাটি তথ্য জানতে পারবে। http://bit.ly/GP_Q2_2019
উল্লেখ্য, বাংলাদেশ এখন পর্যন্ত প্রায় ৪-৫টি কোম্পানি আর্নিংস কল করে যাচ্ছে। কোম্পানিগুলো হচ্ছে- এমজেএল বিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, গ্রামীণফোন, ব্রাক ব্যাংক ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড।
সান বিডি/এসকেএস