দেশে তথ্য প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ জনশক্তি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ । তিনি বলেন,চীন জাপানের শ্রম বাজারে যাতে তাদের কর্মসংস্থান হতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।’
কুয়ালালামপুরে চতুর্থ ‘শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’ অনুষ্ঠানে বিজনেস সেশনে ‘চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ অব স্কিলড হিউম্যান রিসোর্স এক্সপোর্ট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় ইমরান আহমদ বলেন, ‘আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ দক্ষ কর্মী তৈরি করছে। সে লক্ষ্যে সরকার প্রতি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে।’
কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সেক্টরে আমাদের অনেক সম্ভাবনা রয়েছে এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা স্থাপন করা যেতে পারে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালন করেন জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা’র সভাপতি বেনজির আহমদ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রা’র মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান।
কে.পি.জে এর সিইও মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল এবং এন.আর.বি চেয়ারম্যান শেখ আজবীর খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।