কয়েকদিন চলা টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের প্রধান কয়েকটি নদ-নদীর পানি বেড়ে গেছে। এতে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শনিবার রংপুর, কুড়িগ্রাম, জামালপুর, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ কয়েকটি জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট ও ধরলার পানি বাড়ায় প্লাবিত হয়েছে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল। সুরমা ও কুশিয়ারায় পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকা। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুর ও বগুড়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে রাজশাহী, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও চট্টগ্রামে নদীভাঙন শুরু হয়েছে।
তীব্র বন্যার কারণে গতকাল পর্যন্ত দেশের অন্তত ১৫টি জেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এর মধ্যে সিলেট, বান্দরবান, কক্সবাজার এবং উত্তরাঞ্চলের জেলাগুলোর পরিস্থিতি বেশি খারাপ। সড়ক তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগ বেড়ে গেছে বন্যাদুর্গতদের। নীলফামারীতে সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক নারীর। বন্ধ হয়ে গেছে আরো তিন শ’র মতো শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যার্তদের অনেকে বেড়িবাঁধ ও বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। বিভিন্ন জেলায় দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ চলছে।
ভারি বর্ষণের কারণে রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসে নিহত হয়েছে দুজন।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় প্রধান নদ-নদীর পানি আরো বাড়বে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে কয়েক দিন ধরে ধারাবাহিক ভারি বর্ষণ আজ সপ্তাহের প্রথম দিন রবিবারও অব্যাহত থাকবে। দেশের প্রায় সব স্থানে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। অবশ্য ১৫ জুলাই থেকে ভারি বর্ষণ কমে যাবে।
গতকাল বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২২০ মিলিমিটার। এ ছাড়া রাঙামাটিতে ১৮৭ মিলিমিটার ও চট্টগ্রামে ১১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পরিচালক শামসুদ্দিন আহমেদ জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশজুড়ে এমন বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হবে।