দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে।
১২ জুলাই থেকে আবদুল মতিন পাটোয়ারী ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
অপরদিকে জুনের ১ তারিখ থেকে সিএসইতে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন গোলাম ফারুক। তিনি সিএসইর মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দফা বিজ্ঞাপন দিয়েও যোগ্য ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজে না পেয়ে জিএমকে এমডির দায়িত্ব দেওয়া হয়।
মাজেদুর রহমান:
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান তার মেয়াদ শেষে বিদায় নিয়েছেন। ১১ জুলাই তার মেয়াদ শেষ হয়েছে। তার স্থলে এখন ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএসইর প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আবদুল মতিন পাটোয়ারী। তবে তাকে আবারও এমডি হিসেবে দেখতে চায় ডিএসইর পরিচালনাপ। এ জন্য বিএসইসিতে তার নাম পাঠিয়েছেন ডিএসই। বিএসইসি অনুমোদন দিলে তিনি আবারও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক হবেন।
জানা গেছে,২০১৬ সালের ৩০ জুন অনুষ্ঠিত বিএসইসির ৫৭৯তম কমিশন সভায় ডিএসই’র এমডি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন পান মোহাম্মদ মাজেদুর রহমান। ঐ বছর ১২ জুলাই তিনি কাজে যোগ দেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩-এর সংশ্লিষ্ট প্রবিধানগুলো পরিপালন সাপেক্ষ তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে মাজেদুর রহমান প্রিমিয়ার ব্যাংকের এমডি ছিলেন। ১৯৮১ সালে গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তার কর্মময় জীবনে দেশ-বিদেশের বিভিন্ন ব্যাংকে দীর্ঘ ৩৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে লন্ডনে গ্রিন্ডলেজ ব্যাংকের গ্রুপ অডিট বিভাগে নিয়োগ পান। গ্রিন্ডলেজ ব্যাংকের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ, আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ভারতের দায়িত্ব পালন করেন তিনি।
মাজেদুর রহমান দুবাইয়ের মাশরেক ব্যাংকেও দায়িত্ব পালন করেন। এসএমই ব্যবসায় অর্থায়ন, ই-ব্যাংকিং, অলটারনেট ডেলিভারি চ্যানেল ও ব্যাংকিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারেও বিশেষ অবদান রয়েছে তাঁর। মাজেদুর রহমান বাংলাদেশে ব্যাংক আল-ফালাহর প্রথম কান্ট্রি হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেওয়ার আগে তিনি এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এম সাইফুর রহমান:
কমিশনের ৫৭৩তম সভায় এম সাইফুর রহমানকে সিএসইর এমডি হিসেবে অনুমোদন দেওয়া হয়। পরে ২০১৬ সালের ১লা জুন সিএসইতে যোগ দেন তিনি।
এম সাইফুর রহমান সিএসইতে যোগদানের আগে মিনহার গ্রুপের নিবার্হী পরিচালক ও মিনহার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখার সভাপতি ছিলেন। ফ্রোজেন ফুড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন নির্বাচিত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন এম সাইফুর রহমান মজুমদার। ১৯৯৫ সালে তিনি আইসিএমএবি থেকে সিএমএ করেন। এরপর ১৯৯৮ সালে তিনি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে সিএ সম্পন্ন করেন।