সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির দর বেড়েছে ৯.৬৬ শতাংশ। ফান্ডটি সর্বশেষ ১৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২ বারে ২ হাজার ৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৯ হাজার টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজ লিমিটেডের দর বেড়েছে ৬.৬৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২ হাজার ৩২ বারে ৩৮ লাখ ৩৩ হাজার ৬০২টি শেয়ার লেনদেন করে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৬.৭৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৯৪৩ বারে ২৬ লাখ ৬৮ হাজার টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইং, প্রিমিয়ার সিমেন্ট, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও বিডি অটোকার্স লিমিটেড।
সান বিডি/এসকেএস