দেশের উভয় বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আজ সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে ১৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ সিএসই লেনদেন হয়েছে ১০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২৩২টি কোম্পানির। আর দর কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৪ পয়েন্টে।
লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।