সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি (বিআইএফসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৫ বারে ৯২ হাজার ৩৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ৯৮৫ বারে ৬ লাখ ৩০ হাজার ২১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ১৯ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা কমেছে। ফান্ডটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন ফান্ডটি ৮৩৭ বারে ১১ লাখ ৫৩ হাজার ৬৭৫টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৮ লাখ ২১ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রাইম ফিন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, এমারেল্ড অয়েল, এফএএস ফিন্যান্স ও বিডি থাই।
সান বিডি/এসকেএস