বিশ্বকাপে অবিশ্বাস্য সব রেকর্ড গড়েও টুর্নামেন্ট সেরা হওয়ার দৌঁড়ে কেন উইলিয়ামসনের থেকে পিছিয়ে পড়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত অধিনায়কত্ব আর ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া এবং টানা দ্বিতীয়বার রানার্সআপ হওয়ায় এই পুরস্কার জিতে নিয়েছেন কিউই ক্যাপ্টেন। তবে সাকিবকে ভুলতে পারবে না ইংল্যান্ড বিশ্বকাপ।
বিশ্বসেরা অল-রাউন্ডার জায়গা পেয়েছেন আইসিসির বিশ্বকাপ একাদশে। কেন উইলিয়ামসনও আছেন এই তালিকায়। সর্বোচ্চ চারজন খেলোয়াড় জায়গা পেয়েছেন শিরোপাজয়ী ইংল্যান্ড দল থেকে। দলকে নেতৃত্ব দেবেন নিউ জিল্যান্ড অধিনায়ক ও ম্যান অব দা টুর্নামেন্ট কেন উইলিয়ামসন।
বিশ্বকাপ একাদশ:
জেসন রয়, রোহিত শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জো রুট, সাকিব আল হাসান, বেন স্টোকস, অ্যালেক্স কোরি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জফরা আর্চার, লকি ফার্গুসন, জাসপ্রিত বুমরাহ।