পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের পরিচালনা পর্ষদ বিল্ডিংসহ জমি কিনার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার কোম্পানির ১৮৪তম সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রাজধানীর শের-এ-বাংলা নগরে চারতলা বিল্ডিংসহ ২ দশমিক ১৮ কাঠা জমি কিনবে শমরিতা হাসপাতা। বিল্ডিংটিতে ৫ হাজার স্কয়ার ফিট বসার জায়গা রয়েছে। এর জন্য কোম্পানিটিকে গুনতে হবে ২ কোটি ২৯ লাখ টাকা।
সূত্র মতে, এই জায়গাটি শুধুমাত্র ডাক্তারদের বসার জন্য কেনা হচ্ছে। এখানে ডাক্তাররা রোগীদের সেবা দেওয়ার জন্য বসবেন।
সূত্র মতে, মৌজা রাজাবাজার,থানা-শের-এ-বাংলা নগর, জেলা- ঢাকা, সিএস-২৬২, এসএ-৮৫, আরএস-০৩, সিটি জরিপ-০৩, খতিয়ান নম্বর- সিএস-৬, এসএ-৪৬, আরএস-৩৩৭, সিটি জরিপ-৯৩১।
সিটি জরিপ মিউটেশন নম্বার-১৬৯৭, ১৬৯৮, ১৬৯৯ এবং ১৭০০।