পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন নিরীক্ষার জন্য (অডিট ফার্ম) প্যানেল হাল-নাগাদ করেছে বিএসইসি। আজ ১৬ জুলাই বিষয়টি চুড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসি সূত্র মতে, অডিট ফার্মের অংশীদার, জনবল, কর্মদক্ষতা, বিদেশি কোনো অডিট ফার্মের সঙ্গে অংশীদারী চুক্তিসহ আরও কিছু যোগ্যতার মাপকাঠিতে এ তালিকা করা হয়। নতুন হাল-নাগাদ তথ্য অনুযায়ী ৩৯টি প্রতিষ্ঠান পুঁজিবাজারের তালিভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে পারবে। কমিশন নির্ধারিত এ প্যানেলের বাইরে অন্য কোনো অডিট ফার্ম দিয়ে করানো নিরীক্ষা প্রতিবেদন গ্রহণ করবে না কমিশন। সময়ে সময়ে এ প্যানেল সংশোধন করে কমিশন। এরই অংশ হিসেবে তৃতীয় বারের মতো সংশোধন করেছে বিএসইসি। এবার একটি প্রতিষ্ঠানকে অডিট প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া প্রতিষ্ঠানটি হলো আহমেদ অ্যান্ড আখতার চার্টার্ড অ্যাকাউন্টেন্টস।
উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই প্রথম অডিট প্যানেলের তালিকা প্রকাশ করে বিএসইসি। ওই সময় ৫৬ অডিট ফার্ম বিএসইসির প্যানেল অডিটর হওয়ার জন্য আবেদন করে। এর মধ্য থেকে ৩৫টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় বিএসইসি। এর পর এই তালিকায় যুক্ত হয় আরও ৫টি প্রতিষ্ঠান। এতো দিন মোট ৪০টি প্রতিষ্ঠান কোম্পানিগুলোর অডিট করতো। সেখান থেকে একটি প্রতিষ্ঠান বাদ পড়েছে। এখন থেকে ৩৯টি প্রতিষ্ঠান পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিরীক্ষা করবে। প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১৮টি কোম্পানি এবং ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের নিরীক্ষা করবে।
বিএসইসির তালিকায় স্থান পাওয়া অডিট কোম্পানিগুলো হলো- এ হক অ্যান্ড চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এ কাশেম অ্যান্ড কোং,এ ওহাব অ্যান্ড কোং,একনাবিন, আহমেদ মাসুক অ্যান্ড কোং, আহমেদ জাকির অ্যান্ড কোং, আর্টিসান, আশরাফ উদ্দিন অ্যান্ড কোং, আজিজ হালিম খায়ের চৌধুরী, ফ্যামেস অ্যান্ড আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, জি কিবরিয়া অ্যান্ড কোং, হুদা ভাসি চৌধুরী, হাওলাদার ইউনুস অ্যান্ড কোং, হোসাইন ফরহাদ অ্যান্ড কোং, ইসলাম আফতাব কামরুল অ্যান্ড কোং, ইসলাম গাজী শফিক অ্যান্ড কোং, কে এম আলম অ্যান্ড কোং, কে এম হাছান অ্যান্ড কোং, খান ওহাব শফিক রহমান অ্যান্ড কোং, এম জে আবেদিন অ্যান্ড কোং, ম্যাবস অ্যান্ড জে পার্টনারস, ম্যাফেল হক অ্যান্ড কোং, মালেক সিদ্দিকী অলি, মাসিহ মুহিত হক অ্যান্ড কোং, নুরুল ফারুক হাসান অ্যান্ড কোং, অক্টোখান, পিনাকী অ্যান্ড কোং, রহমান মোস্তফা আলম অ্যান্ড কোং, রহমান রহমান হক, এস এফ আহমেদ অ্যান্ড কোং, এস কে বড়ুযা অ্যান্ড কোং, শফিক বসাক অ্যান্ড কোং, শাহাদাত রশিদ অ্যান্ড কোং, সিরাজ খান বসাক অ্যান্ড কোং, সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং, তোহা খান জামান অ্যান্ড কোং এবং জোহা জামান কবির রশিদ অ্যান্ড কোং।