সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭০০ বারে ৮ লাখ ৫৪ হাজার ৪৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১২৭ বারে ১ লাখ ৮৮ হাজার ৬০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ ৭২ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫২৯ বারে ২৮ লাখ ৯৪ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- জিল বাংলা, প্রাইমার সিমেন্ট মিলস, প্রাইম ইন্স্যুরেন্স, সায়হাম কটন, রহিম টেক্সটাইলস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও নর্দার্ন জুট মেন্যুফেকচারিং।
সান বিডি/এসকেএস