প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের কোটা বেড়েছে। নতুন আইন অনুযায়ী এখন থেকে সাধারণ বিনিয়োগকারীরা স্থির মূল্যে ৪০ শতাংশ থেকে বৃদ্ধি হয়ে ৫০ শতাংশ করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৬৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুল-২০১৫ এর জন্য গঠিত সংশোধনী কমিটি এবং বিভিন্ন স্টেইকহোল্ডারদের মতামতের ভিত্তি মোট ২২টি সংশোধনী আনা হয়েছে।
বিএসইসি সূত্র মতে, আগামীতে পুঁজিবাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত হবে;তাতে স্থির মূল্যের কোম্পানিতে ৫০ শতাংশ কোটা থাকবে সাধারণ বিনিয়োগকারীদের। আগের এর পরিমাণ ছিলো ৪০ শতাংশ। অন্যদিকে বুক বিল্ডিং পদ্ধতিতে আসা কোম্পানিগুলোর ক্ষেত্রে এর পরিমাণ হবে ৪০ শতাংশ। আগের এর পরিমাণ ছিলো ৪৩ শতাংশ।