পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে চিন্তার কোনো কারণ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রয়োজনে খোলাবাজারে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে।
তিনি বলেন, গতকাল সোমবার টিসিবির সাথে এ বিষয়ে কথা বলেছি। বাজার মনিটর করা হবে, যদি প্রয়োজন হয় টিবিসির মাধ্যমে পেঁয়াজ বিক্রির ব্যবস্থা করবো। তবে আমরা দেখতে চাচ্ছি দামটা কমে আসে কিনা। আমরা আশাবাদী কমে আসবে।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরে রফতানি আয়ে লক্ষ্যমাত্রার অতিরিক্ত অর্জন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিন্তার কোনো কারণ নেই। কয়েক দিন ধরে আমরা কথা বলছি। যে দুটি পয়েন্টে ভারত থেকে পেঁয়াজ আসে, সেটা প্রতিদিন যেভাবে আসতো তার থেকে কমে আসছে। আরেকটি খবর নিতে বলেছি, পেঁয়াজ রফতানিতে ভারত যে ১০ শতাংশ ইনেসনটিভ দিতো, সেটা নাকি তারা তুলে নিয়েছে। তাছাড়া দুষ্ট ব্যবসায়ীরা সব সময় সুযোগ খোঁজে।
তিনি বলেন, সামনে কোরবানি ঈদ। পেঁয়াজ, আদা ও মসলার মূল্যবৃদ্ধির টেনডেন্সি (প্রবণতা) লক্ষ্য করছি। এটার পেছনে বিশেষ করে ভারত থেকে আসে তা স্লো হয়ে আছে, বৃষ্টির জন্যও কিছু প্রভাব পড়েছে। তারপরও আমরা খুব আশাবাদী যে, আমরা দামটা নিয়ন্ত্রণে আনতে পারবো।