আগামী ১৯ নভেম্বর প্রথম বারের মত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে সিএসটিই কার্নিভাল।
কার্নিভালে থাকছে প্রোগ্রামিং কন্টেস্ট, গেমিং কন্টেস্ট, বিভিন্ন প্রোজেক্ট প্রদর্শন, ক্যারিয়ার বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণী।
কার্নিভালের আয়োজনে থাকছে বিশ্ববিদ্যাল্যের সিএসটিই(কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) ডিপার্টমেন্ট,সিএসটিই ক্লাব ও নোবিপ্রবি ওএসএন।
কার্নিভাল সম্পর্কে আয়োজক হাসিবুর রহমানকে জিজ্ঞাস করলে তিনি বলেন “বিশ্ববিদ্যালয়ের সিএসটিই ও আইসিই ডিপার্টমেন্ট ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং এর প্রতি আকর্ষণ বারাতেই এই কার্নিভালের আয়োজন”।
সানবিডি/ঢাকা/সাকিব/এসএস