অবৈধ দখলদার ইসরাইলের কারাগারে মৃত্যুবরণ করেছে এক স্বাধীনতাকামী ফিলিস্তিনি। তাকে আটক করার এক মাসের মধ্যেই এই ঘটনা ঘটলো। নিহত ওই ব্যক্তির নাম নাসার তাকাতকা। ৩১ বছর বয়সে ইসরাইলের নিতজান নামের এক নির্জন কারাগারে তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা। তার পরিবার জানিয়েছে, গত ১৯শে জুন তাকে পশ্চিম তীরে নিজ গ্রাম বেইত ফাজ্জার থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেখান থেকে তাকে জালামেহ কারাগারে প্রেরণ করা হয়। এটি পূর্বেও বন্দিদের ওপর অত্যাচারের জন্য আলোচিত হয়েছিল।
এরপর তাকে আল-রামলেহ এলাকার নিতজান কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ওই ব্যক্তি। মঙ্গলবার মৃত নাসারের চাচাতো ভাই আল-জাজিরাকে জানান, তার মৃত্যুর সংবাদ শুনে পরিবারের কেউই বিশ্বাস করতে চায়নি। তারা এখন বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় আছেন। তিনি আরো বলেন, আমরা এখনো তার মরদেহ পাইনি। তার মৃত্যুর কারণ জানতে একটি ময়নাতদন্ত করা হবে।