
ইউরোমানির ‘বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক’ পুরস্কার পেয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডে।
“ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০১৯” প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে এ স্বীকৃতি দিয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় আইডিএলসি এবারও এই পুরস্কার পেয়েছে।
কর্ম দক্ষতা, অন্যান্য প্রতিযোগীদের তুলনায় সেরা আর্থিক সূচক, এবং ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানের ধারাবাহিকতার জন্য ইউরোমানি আইডিএলসি কে এই প্রদান করেছে।
আইডিএলসি ফাইন্যান্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান সম্প্রতি হংকং এ পুরস্কারটি গ্রহণ করেন।
এই অর্জনের বিষয়ে আইডিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন “আইডিএলসি ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখতে ও মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চেষ্টা করে। ধারাবাহিকভাবে এ পুরস্কার প্রাপ্তি ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে আমাদের নেতৃত্ব এবং উদ্ভাবনী পণ্য ও সেবা প্রদানের পারদর্শিতা সম্পর্কে ধারনা দেয়।”
১৯৯২ সালে চালু হওয়া “ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স” বিশ্বব্যাপি ব্যাংক খাতে চালু হওয়া এ ধরনের প্রথম উদ্যোগ । এই বছর ইউরোমানি প্রায় ১৫০০ আবেদনকারীর মধ্য থেকে ২০টি আন্তর্জাতিক পুরস্কার, ৫০ এর অধিক আঞ্চলিক পুরস্কার, এবং প্রায় ১০০টি দেশে সেরা ব্যাংক এবং সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক এর পুরস্কার প্রদান করেছে।