ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লু চিপস খ্যাত ডিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে। সমন্বয়ের পর ডিএসই-৩০ সূচকে ৫টি কোম্পানি অন্তর্ভূক্ত হয়েছে এবং ৫টি কোম্পানি এ তালিকা থেকে বাদ পরেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই-৩০ সূচকের অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, একমি ল্যাবরেটরিজ, মেঘনা পেট্রোলিয়াম, একটিভ ফাইন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি।
এ তালিকা থেকে পূবালী ব্যাংক, পদ্মা অয়েল, বিএসআরএম স্টিলস, আরএকে সিরামিক ও এসিআই লিমিটেড বাদ পরেছে।
ডিএসই কর্তৃপক্ষ প্রতি প্রান্তিকে ডিএসই-৩০ সূচক সমন্বয় করে। এক্ষেত্রে সাধারনত নতুন কোম্পানিগুলো ডিএসইর প্রধান সূচকে অন্তর্ভূক্ত হয়। এবারের সমন্বয়ে শর্ত পরিপালনের মাধ্যমে এই সূচকে অন্তর্ভূক্ত হয়েছে। আগামী ২১ জুলাই থেকে কার্যকর হবে।