রোববার, ২৪ নভেম্বর ২০২৪
‘ভদ্রতাকে দুর্বলতা ভাবছে সরকার’
প্রকাশিত - নভেম্বর ১৬, ২০১৫ ৪:০৬ পিএম
ক্ষমতাসীনরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। বিএনপির ভদ্রতাকে সরকার দুর্বলতা ভাবছে বলে জানিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এ কথা জানান।
মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই সরকার যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা দেয় তাহলে বাংলাদেশ অচিরেই জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান ক্ষমতাসীনরা চায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বিনাচিকিৎসার কারাগারে ধুকে ধুকে মৃত্যুবরণ করুক। এটাই সরকারের প্রত্যাশা।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা দল গোছাতে ব্যস্ত। একই সঙ্গে আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জন্য অপেক্ষা করছি। কারণ খালেদা জিয়া দেশে ফিরে যে আন্দোলনের ডাক দেবেন, সেই আন্দোলনেই আপনাদের কবর রচিত হবে।
বিএনপি জঙ্গিবাদের নেতৃত্ব দিচ্ছে- সরকার পক্ষের মন্ত্রী-এমপিদের এই বক্তব্য উল্লেখ করে হাফিজ বলেন, আজ যখন বর্হিবিশ্বেও সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন সরকার বলছে- বাংলাদেশে কোনো আইএস নেই। অথচ আপনারা বলেছেন, বিএনপি দেশে হত্যাকাণ্ড সংগঠিত করছে। তাহলে কেন এই মিথ্যাচার?
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আলীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি’ শীর্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মনির হোসেন। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.