প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছেন । আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সোয়া ১১টায় গণভবনের লেকে মাছের পোনা অবমুক্ত করে এ মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন তিনি।
এর আগে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই মৎস্য চাষের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রইসুল আলম মণ্ডল।
অনুষ্ঠানে মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক এবং ৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।
দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে গতকাল বুধবার (১৭ জুলাই)। ২৩ জুলাই পর্যন্ত চলবে এই সপ্তাহ। এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান 'মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'।
বুধবার মৎস্য অধিদফতরের সম্মেলন কক্ষে ২৭তম ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান জানান, ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। এছাড়া তেলাপিয়া মাছ উদপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, মুক্তজলাশয়ের আহরণে তৃতীয় এবং বদ্ধজলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম স্থান অধিকার করেছে। খাদ্য ও মাংসের পাশাপাশি ২০১৭-১৮ অর্থবছরে প্রথমবারের মতো দেশ মাছের উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে।